×

জাতীয়

টেকনাফে আটকের পর অভিযান গুলাগুলিতে নিহত ১ : আহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১০:৩৩ এএম

কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার আসামীকে আটকের পর তার স্বীকারোক্তিতে অভিযানে গেলে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সাথে গুলাগুলিতে মোহাম্মদ কাসেম নামের (৩২) এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসআইসহ তিন পুলিশ সদস্য। এসময় ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ১১ এপ্রিল ভোর রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ কাসেম এই এলাকার আনু মিয়ার ছেলে। পুলিশে দাবি তিনি ৬ টি মামলার পলাতক আসামী। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, বুধবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই দীপংকর রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটক মাদক কারবারী কাশেমের স্বীকারোক্তিমতে তাদের মজুদকৃত অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তিন জন পুলিশ আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে ২ টি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩৪০০ ইয়াবাসহ গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রন্তুতি চলছে। তিনি আরো জানান, পুলিশের এএসআই অহিদ উল্লাহ (৩৯), কনস্টেবল হাবিব হোসাইন (২৩) ও তুহিন আহমেদ (২২) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App