×

আন্তর্জাতিক

কংগ্রেস-বিজেপির দ্বৈরথ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০১:০১ পিএম

কংগ্রেস-বিজেপির দ্বৈরথ!
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বাংলাদেশের প্রতিবেশী ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলো আজ বৃহস্পতিবার থেকে। চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে ২৩ মে। ভারতের লোকসভার ৫৪৩ জন জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। অ্যাংলো-ইন্ডিয়ান জনগোষ্ঠী থেকে আরো দুজন প্রতিনিধি মনোনীত করবেন প্রেসিডেন্ট। আজ প্রথম দফায় ২০ রাজ্যের ৯১টি লোকসভা আসনের ভোট নেয়া হবে। ভারতের এবারকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে অর্থনীতি, কর্মসংস্থান এবং বেকারত্ব। এতে দ্বিতীয় দফায় গদিনসীন হওয়ার লক্ষ্যে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে বিরোধী দলগুলো লড়ছে প্রায় বিচ্ছিন্নভাবে। তবে রাহুল গান্ধীর নেতৃত্বে বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে কংগ্রেস। ২০১৪ সালের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিল নরেন্দ্র মোদির দল বিজেপি। এবার তারা বর্ণাঢ্য প্রচারণার মধ্য দিয়ে যে কথাটি বলতে চাইছে তা হচ্ছে কংগ্রেসের চেয়ে আমরা ভালো দল এবং যে দায়িত্ব নিয়ে আমরা ভারত গড়ার কাজ শুরু করেছি, তা সম্পন্ন করার জন্য আমাদের হাতে আরো কিছু সময় দরকার। অতএব, আমাদের ভোট দিন। অন্যদিকে কংগ্রেস তাদের প্রচারণায় সরাসরি আক্রমণ করেছে প্রধানমন্ত্রী মোদি ও তার দলকে। তাকে আমন্ত্রণ জানিয়েছে বিতর্কে বসার জন্য। মোদি চেষ্টা করছেন নির্বাচনের আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিস্থিতি এবং তার কারণে তৈরি হওয়া দেশপ্রেমের ইস্যুটিকে জোরালোভাবে কাজে লাগানোর। নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলছেন, যে বীর জওয়ান বালাকোটে জঙ্গি শিবিরে হানা দিয়েছে, আপনার প্রথম ভোট তাকে উৎসর্গ করা যায় কি? অন্যদিকে এর উত্তরে রাহুলও খোঁচা দিয়ে বলেছেন, ক্ষমতায় পাঁচ বছরে নিজের কোনো সাফল্য নেই বলে মোদি এখন জওয়ানদের নামে ভোট চাইছেন। রুটিরুজির সমস্যা আর দুর্নীতির অভিযোগ ঘোচাতেই উগ্র জাতীয়তাবাদ ও মেরুকরণের রাজনীতি করছেন। রাহুল গান্ধী আরো বলেন, কংগ্রেসই এই ২০১৯ সালে বিজেপিকে হটাবে। আর কেউ পারবে না বিজেপিকে হটাতে। কংগ্রেসই হটাবে। আমি চাই এক ভারতের তলে আমরা সবাই মিলেমিশে বাস করতে। যেখানে থাকবে না সাম্প্রদায়িকতার ছোঁয়া। সবাই আমরা একসঙ্গে থাকব, একসঙ্গে বাঁচব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App