×

খেলা

হাগটনের উদারতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৫:০৩ পিএম

হাগটনের উদারতা
স্বামীর অসুস্থতার কারণে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ২০১৯ ফিফা বিশ্বকাপে খেলা বাদ দেয়ার ইঙ্গিত দিয়েছেন থ্রি লায়ন্স অধিনায়ক স্টেফ হাগটন। তার স্বামী স্টিফেন ডার্বি দীর্ঘদিন ধরেই নিউরোন রোগে আক্রান্ত। রোগের কারণে লিভারপুলের সাবেক এ ফুটবলার গত বছরের সেপ্টেম্বরে ফুটবল থেকে অবসরও নিয়েছেন। অসুস্থ স্বামীকে রেখে বিশ্বকাপে খেলা ঠিক হবে না বলে মনে করেন হাগটন। এর পরিবর্তে সারাক্ষণ প্রিয়তমার পাশে থাকতে চান তিনি। গত বছরের জুনে লিভারপুলের সাবেক ডিফেন্ডার স্টিফেন ডার্বি এবং ম্যানসিটির ডিফেন্ডার স্টেফ হাগটন বিয়েবন্ধনে আবদ্ধ হন। তবে সংসারটা ভালো যাচ্ছে না এ দম্পতির। কিছু দিনের মাথায় স্বামীর রোগ ধরা পড়েছে। এ নিয়ে হাগটন আছেন মহাচিন্তায়। সামনেই নারী ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট। ইংল্যান্ডের আর্মব্যান্ডও তার কাঁধে। তবে বেশি ভাবতে চান না ৩০ বছর বয়সী নারী এ ফুটবলার। ফুটবলের চেয়েও স্বামীর গুরুত্ব তার কাছে বেশি। তিনি বলেন, স্টিফের জন্যই আজ আমি ভালো আছি। আমার উচিত তাকে ভালো রাখা। তাই বিশ্বকাপে খেলতে চাই না। যদিও খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। সব শেষে বলা যায় না, কী হয়। তবে আমার প্রাধান্যে সব সময়ই স্বামী আগে। গত কমাস ধরে তার যে পরিমাণ যত্ন নেয়া প্রয়োজন ছিল এখন তার মাত্রা বেড়ে গেছে। সব সময় তার পাশে থাকা উচিত। তাই আমার জন্য বিশ্বকাপে না খেলাই ভালো হবে। তবে আমার কোচ চায় আমি দলের হয়ে খেলি। আমার স্বামীর চাওয়ায় তাই। কোচ আমাকে স্বাধীনতা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App