×

জাতীয়

ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ১০:৩৮ এএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি এলাকার কুখ্যাত ডাকাতদলের সর্দার মহরম আলী (৩২)। তিনি কালিপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজসংলগ্ন এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে ৩টি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App