×

আন্তর্জাতিক

লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরে বিদ্রোহীদের হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১১:৪২ এএম

লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরে বিদ্রোহীদের হামলা
লিবিয়ার রাজধানী ত্রিপোলির সক্রিয় বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। সোমবার লিবিয়ার মিটিগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান হামলার পর ফ্লাইট বাতিল করে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিবিসির খবরে তা বলা হয়েছে। বিমানবন্দরে হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জাতিসংঘ এই হামলার জন্য জেনারেল খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনীকে দায়ী করেছে। জেনারেল হাফতারের এক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। গত সপ্তাহে জেনারেল হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) জাতিসংঘ সমর্থিত সরকারকে উৎখাত করে ত্রিপোলি নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন। হাফতারের অধীনে বিদ্রোহী বাহিনী ত্রিপোলি দখলের জন্য পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে। জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজ জানিয়েছেন, খলিফা হাফতারের বাহিনী ত্রিপোলির দিকে অগ্রসর হলে সরকারি বাহিনী তাদের বাধা দেবে। জাতিসংঘের তথ্যমতে, ত্রিপোলিতে সংঘর্ষের কারণে প্রায় ২ হাজার ৮০০ মানুষ গৃহহীন হয়েছেন। সপ্তাহ ব্যাপী দুই পক্ষের সংঘর্ষে ৫১ জন নিহত হয়েছেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় সংঘাত লেগে আছে। ত্রিপোলিতে গাদ্দাফি বিরোধীরা সরকার পরিচালনা করছে, যাদের আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App