×

জাতীয়

মেয়র পদে আ.লীগের টিটুসহ ৫ জনের মনোনয়নপত্র জমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৩ পিএম

মেয়র পদে আ.লীগের টিটুসহ ৫ জনের মনোনয়নপত্র জমা
দেশের ১২তম ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) প্রথম নির্বাচনে মনোনয়রপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে ৫, ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৫৯ জন প্রার্থীসহ ৩৩০ জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন বলে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানিয়েছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন সাবেক পৌর মেয়র ও বর্তমান ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মহানগর আওয়ামী লীগ সহসভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র হিসেবে জাতীয় পার্টির নেতা আবু মো. মুসা সরকার, শহীদুল ইসলাম (স্বপন মন্ডল) এবং বিশ্বজিৎ ভাদুড়ী। আগামী ১০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৫ মে সিটি করপোরেশনের ১২৭টি কেন্দ্রেই মোট ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাবেক যুবলীগ সভাপতি ও আলোকিত ময়মনসিংহ সম্পাদক প্রদীপ ভৌমিক, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. রাহাত খান প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নৌকার মাঝি ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনকে পরিকল্পিত, আধুনিক নগরী এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সিটি করপোরেশন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন। এখানে ১২৭টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮০। এ নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App