×

খেলা

ফিরেই মোস্তাফিজ চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:০৭ পিএম

ফিরেই মোস্তাফিজ চমক
প্রিমিয়ার লিগ দিয়ে বড় মঞ্চের আলো দেখেছেন বর্তমানে তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এরপর জাতীয় দলে এবং আইপিএলসহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেছেন কাটার মাস্টার। গতকাল দীর্ঘ ৪ বছর পর আবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছেন টাইগার দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আর ফিরেই দেখালেন নিজের বাঁ-হাতের দুর্দান্ত জাদু। পাঁচ ওভারের প্রথম স্পেলেই সাজঘরে ফিরিয়ে দিয়েছেন গাজী গ্রুপের প্রথম তিন ব্যাটসম্যানকে। দলটির ব্যাটসম্যানদের এমনভাবে চেপে ধরেছেন যেন নিয়মিতই তিনি খেলছেন ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরটিতে। এ নিয়ে ক্রিকেট অঙ্গনে উচ্ছ্বাসের কমতি নেই। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাবে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয় গাজী গ্রুপ। তবে বৃষ্টি আইনে ২১ রানে ম্যাচ জিতেছে গাজী গ্রুপ। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে গাজী গ্রুপের ওপেনার ওয়ালি উর করিমকে এলবিডবি্লউর ফাঁদে ফেলেন এই বাঁ-হাতি পেসার। ওভারের শেষ বলে জাতীয় দলের সতীর্থ ইমরুল কায়েসকেও আফিফ হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান কাটার মাস্টার। ইমরুল করেন ৫ রান আর করিম শূন্য রানেই ফিরে যান। নিজের দ্বিতীয় ওভারটি মেডেন দেন মোস্তাফিজ। পঞ্চম ওভারের প্রথম বলেই আবার উইকেট তুলে নেন তিনি। এবার মোস্তাফিজের শিকার হন ১৩ রান করা মেহেদী হাসান। উইকেটরক্ষক অমিত হাসানের হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ৫ ওভার বল করে ১ মেডেনে ২৩ রান খরচ করেছেন মোস্তাফিজ। শিকার করেছেন ৩টি উইকেট। এর আগে সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে শক্তিশালী আবাহনী লিমিটেডের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট তথা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল মোস্তাফিজের। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই ৩২ রান খরচায় শিকার করেন ৫ উইকেট এবং জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। সেবার ৫ ম্যাচে ১১.৭৫ গড়ে ১২ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। যার ইকোনমি রেট ছিল ওভারপ্রতি মাত্র ৩.৪৫! তবে সে আসরের পর আর প্রিমিয়ারে খেলা হয়নি বাঁ-হাতি এ পেসারের। চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে আবার খেলতে নেমে নিজের চমক দেখালেন মোস্তাফিজুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App