×

বিনোদন

ঊর্মিলার বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ০২:১৬ পিএম

ঊর্মিলার বিরুদ্ধে থানায় অভিযোগ
বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। গত ২৭ মার্চ কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউডের রঙিলা গার্ল। আসছে লোকসভা নির্বাচনে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। এরই মধ্যে হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাতের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। ঊর্মিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপির এক নেতা। গত শনিবার তার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির সুরেশ নাখুয়া। ভারতীয় গণমাধ্যমের খবর, নাখুয়ার অভিযোগ স¤প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ঊর্মিলা বলেছেন, আগে হিন্দুত্ব বলতেই মানুষ বুঝত সহিষ্ণুতা। তবে মোদি সরকারের নেতৃত্বে সবার কাছে এটি বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু ধর্মে পরিণত হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাখুয়া অভিযোগপত্রে লিখেছেন, ‘টিভি চ্যানেলে হিন্দুত্বকে বিশ্বের সবচেয়ে হিংসাত্মক ধর্ম বলে উল্লেখ করে হিন্দুদের ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করেছেন ঊর্মিলা।’ কংগ্রেসে যোগ দেয়ার পর ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেছিলেন, কেবল ভোটারদের টানার জন্য তারকাদের রাজনীতিতে আনা হয়। অনেকের এমন ধারণা রয়েছে। আমি সে জন্য রাজনীতিতে আসিনি। তাইতো আমার সম্পর্কে এমন ধারণা থাকলে, সেটা ভুল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App