×

খেলা

শিরোপার সুবাস পাচ্ছে বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৭ পিএম

শিরোপার সুবাস পাচ্ছে বার্সা
পয়েন্ট টেবিলের সেরা দুটি দলের লড়াই। ম্যাচটি জিতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা কমিয়ে আনার সুযোগ ছিল টেবিলের দুই নম্বরের দল অ্যাতলেটিকো মাদ্রিদের সামনে। অন্যদিকে বার্সার সামনে ছিল দিয়েগো সিমিওনের শিষ্যদের হারিয়ে শীর্ষস্থানটা আরো দৃঢ় করার হাতছানি। হাইভোল্টেজ এই ম্যাচটি এগোচ্ছিল গোলশূন্য সমাপ্তির পথেই। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। তবে ৮৫ মিনিটে বার্সাকে কাক্সিক্ষত গোল এনে দেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর এর এক মিনিট পর লিওনেল মেসি করেন আরো একটি গোল। ফলে ২-০ গোলের জয় পায় কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। এ জয়ে লা লিগায় সর্বাধিক ম্যাচ জেতা ফুটবলারের রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন বার্সার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্লাবের জার্সিতে লা লিগায় এটি তার ৩৩৫তম জয়। এ ছাড়া এ দিন লা লিগার অপর ম্যাচে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার জোড়া গোলে এইবারকে ২-১ ব্যবধানে হারিয়েছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় এসি মিলানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। ম্যাচটিতে তুরিনের ক্লাবটির হয়ে গোল করেন পাওলো দিবালা ও মাইসে কেন। এ জয়ের ফলে ইতালিয়ান সিরি আর চলতি মৌসুমের শিরোপা জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেল ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যদের। ৩১ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে তারা। টেবিলের দুই নম্বরে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২১। বেশ কয়েকটি ম্যাচ থাকলেও ফুটবলপ্রেমীদের নজর ছিল মূলত বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটির দিকে। নিজেদের মাঠে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। কিন্তু বার্সার আক্রমণগুলো গোলের মুখ দেখছিল না অ্যাতলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জন অব্লাকের কারণে। তবে শেষ পর্যন্ত বার্সার জয় ঠেকাতে পারেননি তিনি। ম্যাচের ৮৫ মিনিটে ডি-বক্সের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে লক্ষ্যভেদ করে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ। লা লিগার চলতি মৌসুমে এটি তার ২০তম গোল। পরের মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদের কয়েক জন ডিফেন্ডারকে কাটিয়ে মেসি লক্ষ্যভেদ করলে ২-০ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে লিওনেল মেসির দল। দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ৬২। আর ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App