×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি। বিবিসির খবরে তা বলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, সাময়িকভাবে ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত হচ্ছেন কেভিন ম্যাকালিনান। কেভিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার পদে নিযুক্ত ছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করাকে ‘সম্মানজনক’ বলে জানিয়েছেন ক্রিস্টজেন। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমি যখন যোগদান করেছিলাম তখন থেকে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি সুরক্ষিত। ট্রাম্পের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েক দিনের মাথায় নিয়েলসন পদত্যাগ করলেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্রিস্টজেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ক্রিস্টজেনের সম্পর্কের অবনতি ঘটছিল। ২০১৭ সালের জানুয়ারিতে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App