×

খেলা

মোহামেডানের লজ্জার হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫৫ পিএম

মোহামেডানের লজ্জার হার
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একসময় দুর্দান্ত দাপট দেখিয়েছে মোহামেডান। কিন্তু দলটির আগের সেই আধিপত্য এখন আর নেই। সেটার প্রমাণ পাওয়া গেল আরো একবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গতকালের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-১ গোলের লজ্জাজনক ব্যবধানে হেরেছে তারা। ম্যাচটিতে বসুন্ধরা কিংসের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড মার্কাস ভিনিসিয়াস দ্য কস্তা সুয়ারেজ। এ ছাড়া একটি করে গোল করেন স্ট্রাইকার রুবেল মিয়া ও মিডফিল্ডার বখতিয়ার ডয়শোবেখভ। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড লান্ডিং ডারবোই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়দের কঠিন পরীক্ষা নেয়া শুরু করেন কোচ অস্কার ব্রোজনের শিষ্যরা। শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা বসুন্ধরা কিংসের প্রথম গোলের দেখা পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৯ মিনিটেই কাক্সিক্ষত গোলের দেখা পায় তারা। এ সময় দুর্দান্ত এক গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে (১-০) নেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস ভিনিসিয়াস দ্য কস্তা সুয়ারেজ। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি মোহামেডানের। পিছিয়ে পড়ার ২ মিনিট পরেই ফরোয়ার্ড লান্ডিং ডারবোইয়ের গোলে সমতায় (১-১) ফেরে তারা। ম্যাচের ৩৬ মিনিটে স্ট্রাইকার মতিন মিয়ার গোলে ফের এগিয়ে (২-১) যায় বসুন্ধরা কিংস। এর ৭ মিনিট পর বসুন্ধরার হয়ে ব্যবধান বাড়ান (৩-১) মার্কাস ভিনিসিয়াস দ্য কস্তা সুয়ারেজ। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা অস্কার ব্রোজনের শিষ্যরা দ্বিতীয়ার্ধেও বেশ গোছানো ফুটবল খেলতে থাকে। ম্যাচের ৮৩ মিনিটে বসুন্ধরার হয়ে ব্যবধান ৪-১ করেন মিডফিল্ডার বখতিয়ার ডয়শোবেখভ। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় পায় অস্কার ব্রোজনের শিষ্যরা। এ জয়ে শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে তারা। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি বসুন্ধরা। ৯টিতে জিতেছে এবং ড্র করেছি অবশিষ্ট একটি ম্যাচ। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর পয়েন্ট ১০ ম্যাচে ২৪। এ ছাড়া ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে শেখ রাসেল। মোহামেডানের পয়েন্ট ১০ ম্যাচে ৫। ঐতিহ্যবাহী এই ক্লাবটির অবস্থান টেবিলের ১১ নম্বরে। লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন শীর্ষে আছেন সানডে চিজোভা। ঢাকা আবাহনীর এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ৮ গোল করেছেন। এ তালিকায় দুই নম্বরে থাকা মুক্তিযোদ্ধা সংসদের বাল্লো ফামুসার নামের পাশে আছে ৭ গোল। এদিকে প্রায় এক মাসেরও বেশি সময়ের বিরতির পর গত পরশু (শনিবার) থেকে শুরু হয়েছে বিপিএলের দশম রাউন্ডের খেলা। শনিবার দিনের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আর দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App