×

বিনোদন

মিমির চরিত্রে হিমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৪০ পিএম

মিমির চরিত্রে হিমি
পঁচিশ বছর আগে সেলিম আল দীনের গল্পে নির্মিত হয়েছিল নাটক ‘ছায়া শিকারী’। নাটকটি সে সময় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল। নাটকটিতে সুহি চরিত্রে সেই সময় অভিনয় করেছিলেন অভিনেত্রী আফসানা মিমি। দীর্ঘ পঁচিশ বছর পর একই নাটক নির্মিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য। চলতি মাসের শেষ শুক্রবার নাটকটি প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। পঁচিশ বছর পর সুহি চরিত্রে আফসানা মিমির স্থলাভিষিক্ত হয়েছেন এই সময়ের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো যারা অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, মিলি বাশার, সুষমা সরকার, শামীমা তুষ্টি প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, যে চরিত্রে মিমি আপু অভিনয় করেছিলেন, সে চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে যারা এই নাটকে অভিনয় করেছেন প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমি সাধ্যমতো চেষ্টা করেছি সুহি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক ভালো বলতে পারবেন নাটকটি প্রচারের পর। এদিকে শিগগিরই প্রচারে আসছে অমিতাভ রেজার নির্দেশনায় হিমির নতুন একটি বিজ্ঞাপন। এদিকে হিমি নিয়মিত অভিনয় করছেন সেলিমের ‘রৌদ্র ছায়ার খেলা’, ওয়ালিদের ‘জলে ভেজা রং’ এবং কচি খন্দকারের ‘বাঙ্গি টিভি’ ধারাবাহিক নাটকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App