×

আন্তর্জাতিক

ফের ক্ষমতায় এলে ৩৩ শতাংশ সংরক্ষিত নারী আসন হবে: বিজেপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৩০ পিএম

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় এলে নারীদের জন্য দেশটির সংসদে ৩৩ শতাংশ সংরক্ষিত আসন রাখা হবে বলে জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।

সোমবার (০৮ এপ্রিল) লোকসভা নির্বাচন ঘিরে নিজেদের প্রকাশিত ইশতেহারে এ কথা জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল।

ইশতেহারে বলা হয়েছে, আবারও ক্ষমতায় এলে নারী কল্যাণ ও অগ্রগতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সে লক্ষ্যেই সংসদে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত আসন রাখা হবে।

পাশাপাশি ২০১৭ সালে পণ্য ও সেবার ওপর মোদী সরকার যে শুল্ক আরোপ করেছে, তা-ও কমানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App