×

খেলা

জয়ের ধারায় আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:১৩ পিএম

জয়ের ধারায় আবাহনী

ছবি: সংগৃহীত

আবাহনীর দুই স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন আর নাইজেরিয়ান সানডে চিজোবার রসায়নটা বেশ জমেছে। গোল করছেন, পরস্পরকে সহায়তাও করছেন। আক্রমণভাগের এ দুই ফুটবলারের দুর্দান্ত নৈপুণ্যে আবাহনী একের পর এক ম্যাচ জিতছে। পর্তুগিজ কোচ মারিও লেমস ডাগআউটে যেন এক সুখী মানুষ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অষ্টম ম্যাচে সিলেটে শেখ রাসেলের কাছে হেরে দ্বিতীয়বার ধাক্কা খেয়েছিল ৬ বারের চ্যাম্পিয়নরা। দুঃস্বপ্নের সেই ম্যাচ আকাশি-হলুদ সমর্থকদের ভুলিয়ে দিচ্ছেন জীবন আর সানডে। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে এ দুই জনের গোলে ২-০ ব্যবধানে জিতেছে আবাহনী। এটি টানা তৃতীয় জয় তাদের।

সর্বশেষ ৩ ম্যাচে ৮ গোল পেয়েছে আবাহনী। যার ৫ টি করেছেন সানডে এবং দুটি জীবন। অন্য গোলটি করেছেন কোরিয়ান মিনহেয়ক কো। সোমবারের আগের দুটি ম্যাচেই জোড়া গোল ছিল সানডের। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে করেছেন একটি।

১০ মিনিটে জীবনের গোলে এগিয়ে যায় আবাহনী। ৯ মিনিট পর ব্যবধান বাড়ান সানডে। ১৯ মিনিটে ২ গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে চট্টগ্রামের দলটি। মাঝে বৃষ্টি এলে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর বাকি খেলা হলেও স্কোরবোর্ডে পরিবর্তন আসেনি। আবাহনী ঘরে ফিরে টানা তৃতীয় জয় নিয়ে। প্রিমিয়ার লিগে এটি আবাহনীর নবম জয়।

১৩ এপ্রিল শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনী শেষ করবে লিগের প্রথম পর্ব। বসুন্ধরা কিংসের (২৮) চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়নরা (২৭)। আবাহনীর শেষ ও বসুন্ধরার বাকি দুই ম্যাচের ফলই নির্ধারণ করে দেবে, কারা শীর্ষে থেকে শেষ করবে লিগের প্রথম পর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App