×

জাতীয়

এসডিজি অর্জনকে সহজ করে তোলে: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৫২ পিএম

এসডিজি অর্জনকে সহজ করে তোলে: স্পিকার

আইপিইউ ১৪০তম অ্যাসেম্বলিতে বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রিসোর্স মবিলাইজেশন এসডিজি অর্জনের প্রধান হাতিয়ার। পার্লামেন্টকে অবশ্যই রিসোর্স মবিলাইজেশন ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে- সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদক ও উদ্যোক্তাগণ সর্বাধিকভাবে উপকৃত হবেন।

রোববার সন্ধ্যায় কাতারের দোহায় শেরাটন কনভেনশন সেন্টারের সালওয়া-২ এ ১৪০তম আইপিইউ এর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ট্রেড স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ‘এসডিজি অর্জনে অবাধ ও সুষ্ঠু ব্যবসা এবং বিনিয়োগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনোভেশন, ফেয়ার ট্রেড পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে নারী ব্যবসায়ীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা গুরুত্বপূর্ণ।

স্পিকার বলেন, ডিমান্ড সাপ্লাই চেইন, রিপ্রোডাকশন ও ফেয়ার ট্রেড প্রিন্সিপালকে ঢেলে সাজাতে হবে। আর এর মাধ্যমে এসডিজি অর্জন সহজ হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App