×

জাতীয়

লংগদুতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় : অস্ত্রসহ গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০১:৩৫ পিএম

লংগদুতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় : অস্ত্রসহ গ্রেপ্তার ৫
লংগদুতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় : অস্ত্রসহ গ্রেপ্তার ৫
লংগদুতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় : অস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাঙ্গামাটির লংগদু কাট্টলী এলাকায় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এসময় অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বে লংগদু জোনের একটি দল লংগদু উপজেলার. কাট্টলী এলাকায় শনিবার রাত নয়টায় এ অভিযান লায় । এসময় সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। এসময় সন্ত্রাসীরা নৌকা থেকে ঝাপিয়ে পালাবার চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ১টি এসএমসি ও ৫টি বন্দুক এবং একজন আহতসহ মোট পাঁচজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- সরল চাকমা, নেলসন চাকমা, পূর্ণদেব চাকমা(৩০), মঙ্গল কান্তি চাকমা(৩৫) ও নরেশ চাকমা(১৯)। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে। গুলি বিনিময়ের ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশী শুরু করে রাতে অপর ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বে অত্র এলাকায় বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল সমূহের দৌরাত্ম্য রোধ এবং জনমনে শান্তি ও স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার লক্ষ্যে সেনা, পুলিশ ও বিজিবি'র সমন্বয়ে গঠিত যৌথবাহিনী চিরুনী অভিযান শুরু করেছে এবং গত ১৮ মার্চের হত্যাকান্ডের পর এই অভিযান আরো জোড়ালো হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ চাঁদাবাজি বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রায় প্রতিদিনই সন্ত্রাসীদের বিভিন্ন গোপন আস্তানায় হানা দিচ্ছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় লংগদু উপজেলার রাজনগর. কাট্টলী এলাকায় আরও একটি সফল অভিযান পরিচালনা করল লংগদু জোনের একটি অভিযানিক দল। জানা যায়, ইউপিডিএফ প্রসীত গ্রুপের একটি সশস্ত্র দল দীর্ঘদিন ধরে উক্ত এলাকা ব্যবহার করে তাদের সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল নৌকাযোগে উক্ত পথে আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬ এপ্রিল রাত নয়টায় পানি পথে সন্ত্রাসীদের গমনাগমন রাস্তায় ফাঁদ পাতে সেনাবাহিনীর অভিযানিক দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App