×

বিনোদন

রিয়াদে থিয়েটারের যাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৪:৫২ পিএম

রিয়াদে থিয়েটারের যাত্রা শুরু
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের নাট্যচর্চাকে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’। নাটক হোক সুস্থ সমাজের দর্পণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ মার্চ দলটির যাত্রা শুরু হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’। এস এম সোলায়মান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির মাধ্যমেই রিয়াদ বাংলাদেশ থিয়েটার তাদের পথচলা শুরু করে। দলটির অভিষেক অনুষ্ঠান ও স্বাধীনতা দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন সৌদি আরবে বসবাসরত বাঙালিরা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে দেশের গান, নাটক মঞ্চায়ন কবিতা আবৃত্তি, নৃত্য। ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নির্দেশনা দেন সারোয়ার জাহান সিদ্দিকী। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কামরুজ্জামান জামান ও সাথী সালাউদ্দিন। দ্বিতীয় পর্বে হাফিজুল ইসলাম পলাশ ও সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অতিথিরা। মেলা প্রতিবেদক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App