×

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ১১:০৬ এএম

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সামাজিক পরিষদে আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন’ গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং বিশ্ব স্বাস্থ্য দিবস নির্ধারিত হয়। ১৯৫০ সাল থেকে এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার সদস্যভুক্ত দেশগুলোতে প্রতি বছর যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থাও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App