×

জাতীয়

বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় হতাহত পরিবারের মাঝে সিইসির অনুদান প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৪:৫৩ পিএম

বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় হতাহত পরিবারের মাঝে সিইসির অনুদান প্রদান
পাহাড়ের মধ্যে নির্বাচনী গাড়ী বহরে সন্ত্রাসী হামলা হবে তা কেউ বলেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এ কে এম নুরুল হুদা। তিনি বলেন, পাহাড়ে দুস্কৃতিকারী কখন কার উপর হামলা চালায় তা কেউ বলতে পারে না। তার পার আমাদের সেনাবাহিনী সর্বাত্মক সজাগ রয়েছে। সন্ত্রাসী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গত ১৮ মার্চ সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাত খুনের ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে অনুদান প্রদান শেষে প্রধান নির্বাচন কমিশন এ কে এম নুরুল হুদা সাংবাদিকদের এই কথা বলন। রবিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হতাহত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন, নির্বাচন সচিব হেলাল উদ্দিন, চট্টগ্রাম এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মতিউর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিইসি বলেন, পাহাড়ের প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী সর্বাত্মক ভাবে নিরাপত্তার দায়িত্বে ছিলো। তারা তাদের দায়িত্ব সুষ্ঠ ও সুন্দর ভাবে পালন করেছে বলে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পেরিছি। তিনি দুস্কৃতিকারীরা পাহাড় অঞ্চল থেকে কখন কার উপর হামলা চালায় তা বোঝা মুশকিল। তার পরও এই অঞ্চলের শান্তি রক্ষায় সেনা বাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এসময় ১৮ মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত ৭ জনের পরিবারকে সাড়ে ৫ লক্ষ টাকা, গুরুতর আহত ১৯জন ১ লক্ষ টাকা ও সাধারণ আহত ১৪জনকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় বাঘাইহাট থেকে উপজেলা সদরে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের ৯ কিলো নামক স্থানে অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করলে ৭ জন নিহত ও ২৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নিহতরা হলেন-সহকারী প্রিজাইডিং অফিসার মো আমির হোসেন, পোলিং অফিসার আবু তৈয়ব, আনসার-ভিডিপি সদস্য আল আমিন, বিলকিস আক্তার, জাহানারা বেগম, মিহির কান্তি দত্ত ও অপর একজন মন্টু চাকমা। নিহত সাতজনের মধ্যে ৪ জন আনসার ভিডিপি সদস্য, প্রিজাইডিং পোলিং অফিসার দুজন, প্রার্থীর এজেন্ট একজন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App