×

বিনোদন

দেবকেই পছন্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:০১ পিএম

দেবকেই পছন্দ
পার্থক্যটা মাত্র পাঁচ বছরের। এর মধ্যেই নায়ক দেব অন্য পরিচয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। হয়ে উঠেছেন আগাগোড়া একজন রাজনীতিবিদ। আবারো ঘাটাল থেকে লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী হয়েছেন দীপক অধিকারী দেব। ক’দিন পরেই নির্বাচন। সে জন্য নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন টালিগঞ্জের এই ‘খোকাবাবু’। স¤প্রতি পিংলা বিধানসভায় জনসভা করেন দেব। দুজিপুরে ওই কর্মিসভা থেকেই কেন্দ্রকে আক্রমণ করলেন দেব। দেবের সেই জনসভাতেই হাজির ছিলেন হাজার হাজার মানুষ। তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য দেবের জয় নিয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। তিনি বলেন, আগেরবার দেব আড়াই লাখ ভোটে জয় পেয়েছিল। এবার আগের ভোট ছাপিয়ে ৩ লাখের বেশি ভোটে জয়লাভ করবেন। তিনি আরো বলেন, দেবের বিপরীতে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কেউ ভোট দেবে না। সব ভোটার দেবকেই পছন্দ করে। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সাবেক আইপিএস অফিসার ভারতী ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন দেব। অধ্যাপকদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এআরডি) একটি রিপোর্ট প্রকাশ করেছেন। ওই জরিপে উল্লেখ করা হয়েছে, সংসদে কে কতটা নৈপুণ্য দেখিয়েছে এবং অধিবেশনে হাজির ছিলেন। আর তাতেই দেখা গেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে উপস্থিত থেকেছেন। সংসদে দেবের প্রশ্নের সংখ্যাও খুব বেশি নয়। তিনি মাত্র তিনটি প্রশ্ন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App