×

জাতীয়

তাড়াইলে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:৩২ পিএম

তাড়াইলে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
" মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান "এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম শাহীনের নেতৃত্বে ও তাড়াইল বাজার বনিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও তাড়াইল বাজার বনিক সমিতির সভাপতি মো.রোকন উদ্দিন মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম শাহীন। উক্ত আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস সুলতানা, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একে এস জামান সম্রাট, ধলা ইউনিয়নের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান মবিন,জাতীয় যুব সহংঘতীর তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারন সম্পাদক মো.আশরাফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো.আলমগীর হোসেন, উপজেলা যুব সহংঘতীর নেতা মো.মনিরুজ্জামান রবিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম শাহীন বলেন, আমি নির্বাচনের পূর্বে অঙ্গিকার করেছিলাম আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ হবে তাড়াইল উপজেলাকে মাদকের ছোবল থেকে মুক্ত করা।আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাড়াইল উপজেলাকে মাদক মুক্ত করতে, সকলের সহযোগিতা চাই ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App