×

জাতীয়

খালেদাকে প্যারোলে মুক্তি দেয়ার পরিস্থিতি এখনো হয়নি: হানিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ পিএম

কারাবান্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ার মতো এখনো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ রোববার ধানমন্ডিস্থ দলটির রাজনৈতিক কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো ‘তৈরি হয়নি’। সাধারণত দণ্ডপ্রাপ্ত কারও আত্মীয়স্বজন মারা গেলে তাকে শেষ দেখা, শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থতি হয়নি।

এর আগে সকালেই একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিনের পর তার আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সরকার খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে পারে।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে গত বছরের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা অসুস্থ হয়ে এখন হাসপাতালে রয়েছেন। পুরান ঢাকার পুরনো কারাগার থেকে গত ১লা এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App