×

আন্তর্জাতিক

কাশ্মীরে ছুটিতে থাকা সেনাকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:১৩ পিএম

কাশ্মীরে ছুটিতে থাকা সেনাকে গুলি করে হত্যা
উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার ছুটিতে থাকা এক ভারতীয় সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে । স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বারামুল্লা জেলার ওয়ারপোরা গ্রামে নিজ বাড়ির খুব কাছেতাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ইন্ডিয়া টাইমস। নিহত মোহাম্মদ রফিক ইয়াতু সাত বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি উত্তর কাশ্মিরের ৫২ রাষ্ট্রীয় রাইফেলস-এ কর্মরত ছিলেন। পাঁচদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করেনি। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াতুকে হত্যার পর ওই এলাকায় তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ সদস্যরা। দুইদিন আগে ওই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী নিহত হয়। সেনাবাহিনীতে নিয়োজিত জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের ওপর হামলার ঘটনা দিন দিন বাড়ছে। গত বছরের জুনে সোপিয়ান জেলায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য আওরঙ্গজেবকে অপহরণ করা হয়। অপহরণের স্থান থেকে ১০ কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুঞ্চ জেলার বাসিন্দা আওরঙ্গজেব ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App