×

খেলা

আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:২১ পিএম

আগের দিন তিন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করে চমকে দিয়েছিল আফগানিস্তান। আর গতকাল বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ২৩ সদস্যের এই দল থেকেই পরবর্তীতে ১৫ জনের চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড পৌঁছার আগে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ক্যাম্প করবে প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা। দলে বড় কোনো চমক নেই। এদিকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে অধিনায়কের দায়িত্বে পরিবর্তন আনা প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেন, আসগর আফগান গত চার বছর সব ধরনের ফরম্যাটে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে দল অনেক সফলতা পেয়েছে। আমরা ভবিষ্যতের কথা ভেবেই অধিনায়কত্বের দায়িত্বে পরিবর্তন এনেছি। সবার সম্মতিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি, গুলবদিন নাইবের অধীনেও ধারাবাহিকতা বজায় থাকবে। নাইব বেশ অভিজ্ঞ এবং ঘরোয়া ক্রিকেটে অনেকবার অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। এদিকে ওয়ানডেতে জাতীয় দলের অধিনায়ত্বের দায়িত্ব পাওয়ার পর বোর্ডকে ধন্যবাদ জানিয়ে নাইব বলেন, জাতীয় দলকে নেতৃত্ব দেয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি আমার সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করব। বিশ্বকাপে সফলতা পাওয়ার ব্যাপারে আশাবাদী আমি। আফগানিস্তানের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড : মোহাম্মদ শেহজাদ, নুর আলি জাদরান, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, হাশমতউল্লাহ শহিদী, রহমত শাহ, মোহাম্মদ নবী, নাজিব জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, দারউইশ রসুলি, মুজিব-উর-রহমান, শফিকউল্লাহ শাফাক, দাওলাত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, হামিদ হাসান, করিম জান্নাত, কাইস আহমেদ, শরাফুদ্দিন আশরাফ, সৈয়দ শিরজাদ ও সামিউল্লাহ শিনওয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App