×

আন্তর্জাতিক

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বিতর্কিত ম্যালাপাসই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ১২:০৭ পিএম

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বিতর্কিত ম্যালাপাসই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাস বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন। শুক্রবার বিশ্ব ব্যাংকের নির্বাহী পর্ষদের সদস্যরা ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে ম্যালপাসকে অনুমোদন দেন। মঙ্গলবার থেকে পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের দায়িত্ব নেবেন ম্যালপাস। বিবিসির খবরে তা বলা হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যালপাস ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ম্যালপাসকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের ঘোষণা দিলে বিতর্কের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে বিশ্ব ব্যাংক ও আইএমএফের সমালোচনা করে আসা এই মার্কিন অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংকের ভূমিকা খর্ব করতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ম্যালাপাস বলেন, বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্তে তিনি সম্মানিত বোধ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তহবিলের সবচেয়ে বড় যোগানদাতা হিসেবে যুক্তরাষ্ট্রই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ দেয়। ২০১২ সাল থেকে বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন জিম ইয়ং কিম। ২০১৭ সালে ৫৯ বছরের জিম দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, ২০২২ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App