×

খেলা

বল হাতে আল আমিন ঝলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:০৭ পিএম

বল হাতে আল আমিন ঝলক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) গতকালের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ রানের কষ্টার্জিত জয় পেয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন গাজী গ্রæপ ক্রিকেটার্স। তবে গাজী গ্রুপ কষ্টার্জিত জয় পেলেও বিকেএসপির তরুণদের সহজেই হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আল আমিনের বোলিং ঝলকে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি জিতেছে ১৭২ রানের বড় ব্যবধানে। এ ছাড়া দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২ উইকেটে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন পেসার আল আমিন হোসেন। এমনকি নির্বাচকদের বিবেচনাতেও নেই তার নাম। খুব একটা ধারাবাহিক নন ঘরোয়া ক্রিকেটেও। অনেক দিন পর নজরকাড়া পারফরমেন্স দেখালেন এই পেসার। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের মাঝারি স্কোর সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান আসে অভিমন্নু ঈশ^রণের ব্যাট থেকে। জবাব দিতে নেমে আল আমিনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বিকেসএপির ব্যাটসম্যানরা। মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ১৭২ রানের জয় পায় এনামুলের দল। বল হাতে ২০ রানে ৫ উইকেট নেয়া আল আমিনের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার। এদিকে সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মেহেদী হাসানের ৪৮, কামরান গোলামের ৮১ ও শামসুল ইসলামের ২২ রানের সুবাদে ২০৬ রানের মামুলি পুঁজি পায় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন গাজী গ্রæপ ক্রিকেটার্স। ব্রাদার্সের পক্ষে সাজেদুল ইসলাম নেন ৪ উইকেট। লক্ষ্য অল্প, তাই সহজেই ম্যাচ জিতবে ব্রাদার্স- মাঠে উপস্থিত দর্শকদের ভাবনা ছিল এমনই। কিন্তু সঞ্চিত সাহা ও নাসুম আহমেদের অসাধারণ বোলিংয়ের বিপক্ষে মামুলি লক্ষ্যটা তাড়া করাই অসম্ভব হয়ে উঠে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যানদের জন্য। শেষ পর্যন্ত মোহাম্মদ শরিফের দল ১৯৭ রানে অলআউট হলে ৯ রানের রোমাঞ্চকর এক জয় পায় গাজী গ্রæপ ক্রিকেটার্স। ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৭২ রান আসে ওপেনার জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে। ৩৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে গাজী গ্রুপের জয়ে বড় অবদান রাখেন নাসুম আহমেদ। আর সঞ্চিত নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন নাসুম আহমেদ। অন্যদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাটিং করে লিটন দাশের ৮৪, রকিবুল হাসানের ৭৪, অভিষেক মিত্রের ৫০ ও ইরফান শাকুরের ৫০ রানে ভর করে ৩২৪ রানের বড় স্কোর সংগ্রহ করে তারকাসমৃদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েও জয় পায়নি তারা। আফিফ হোসেনের ৮৬ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে ২ বল ও ২ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর। বল হাতে ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৩৪ রানের এক ইনিংস খেলে শাইনপুকুরের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন দেলোয়ার হোসেন। তিনিই জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নবম রাউন্ড শেষে টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্টও ১৬। তবে নেট রান রেটে আবাহনীর চেয়ে পিছিয়ে আছে তারা। এ ছাড়া ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চতুর্থ স্থানে থাকা প্রাইম দোলেশ^রের পয়েন্ট ১২। মোহামেডান আছে পাঁচ নম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App