×

আন্তর্জাতিক

আফগানিস্তানে একসঙ্গে জোড়া বিস্ফোরণে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ১০:২৯ পিএম

আফগানিস্তানে একসঙ্গে জোড়া বিস্ফোরণে নিহত ৩

ছবি: সংগৃহীত

পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে শনিবার একসঙ্গে দু'টি বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে একজন সরকারি মুখপাত্র। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হতাহতদের মধ্যে দু'টি শিশু এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। নাঙ্গারহার প্রদেশের সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এই খবর নিশ্চিত করেন।

কিভাবে বা কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোনও দলই তাৎক্ষণিক ভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

নাঙ্গারহারে আইসের আবির্ভাব ঘটে ২০১৫ সালে। পাকিস্তানের সঙ্গে থাকা শিথিল সীমান্ত দিয়ে প্রবেশ করার পর তারা আফগানিস্তানের সবচেয়ে ভয়ংকর জঙ্গি দল হয়ে ওঠে তাদের বোমা হামলা ও জটিল আক্রমণ কৌশলের কারণে।

আফগানিস্তানে বার বার শান্তি আলোচনার মধ্যে জঙ্গিদলগুলোর নিজেদের মধ্যে লড়াই এবং তালেবানদের সঙ্গে আফগান সেনাবাহিনীর লড়াই তীব্রতর হয়ে উঠেছে বলে জানায় রয়টার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App