×

শিক্ষা

মাভাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সম্যান্ট ইন লাইফ সায়েন্ন্সের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ পিএম

মাভাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সম্যান্ট ইন লাইফ সায়েন্ন্সের উদ্বোধন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সম্যান্ট ইন লাইফ সায়েন্স’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মিলনায়তনে শুরু হয়েছে। সম্মেলন প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের মাননীয় সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য আলহাজ্ব মোঃ সানোয়ার হোসেন। সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং কনফারেন্স এর আহবায়ক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ্। উদ্বোধনকালে সম্মেলনের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, আগামী ৫০ বছর পর বাংলাদেশের পরিবেশ কেমন হবে তা নিয়ে পরিবেশ গবেষকদের এখনই গবেষণা শুরু করতে হবে। দেশের বিশ্ববিদ্যালগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। এর জন্য বর্তমান বিজ্ঞান মনোস্ক প্রধানমন্ত্রী তাঁর প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিনিয়ত ভাবছেন। বর্তমান সরকার যখন ১৯৯৬ সনে ক্ষমতায় ছিল তখন কৃষি ও শিক্ষা বিভাগে সর্বোচ্চ বরাদ্ধ দেয়ার কারণে তার ফলাফল এখন পাওয়া যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য বর্তমান সরকার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন করার চেষ্টা করছে। তিনি আরও বলেন ‘লাইফ সায়েন্স বিষয়টি’ একটি যুগপোযোগী বিষয়। এ বিষয়ে সংশ্লিষ্ট গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। প্রধান অতিথি সম্মেলনে যোগদানের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। সম্মেলনের প্লেনারি সেশনে মূল প্রবন্ধকার ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল এনালিটিক্যাল কেমেস্ট্রির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজির প্রখ্যাত অধ্যাপক ড. এম. আনোয়ার হোসেন, বাংলাদেশ একাডেমী অব সায়েন্স এর সম্মানিত ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজির প্রফেসর ও পাটের জিনোম সিকোয়েন্সিং এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধ্যাপক ড. হাসিনা খান, ইউনিভার্সিটি অব ফিলিপাইনের নগর অঞ্চল ও পরিকল্পনা স্কুলের প্রফেসর ও সাবেক ডিন, নগর অঞ্চল ও পরিকল্পনা রিসার্চ ফাউন্ডেশান এর সাবেক প্রেসিডেন্ট ড. মারিও ডেলোস রায়োস, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান/ইকোলজি বিভাগের প্রফেসর ও সেন্টার ফর এক্সিলেন্স ফর পিএইচডি স্টাডিজ এর ফাউন্ডার পরিচালক ড. তাতওয়া পি. তিমসিনা, ইউনিভার্সিটি অব মালয় এর রসায়নের অধ্যাপক ড. এইচ.এন.এম একরামুল মাহমুদ, ভারতের ড. ভারত সিন্দ পন্ডরিনাথ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এর সম্মানিত বিজ্ঞানী প্রফেসর ড. শাহ এম. ফারুক। বিদেশী গবেষক ও অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ এর সাথে সম্পর্কিত পরিবেশ নিরাপত্তা ও ঝুঁকি হ্রাস, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও উপয়োজন; অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগ (সিপিএস) এর সাথে সম্পর্কিত উদ্ভাবনমূলক পুলিশিং, জৈব সন্ত্রাসবাদ, অপরাধ ও জাস্টিজ, কারাগার, জেল এবং সংশোধন; বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ (বিএমবি) এর সাথে সম্পর্কিত জৈবপ্রযুক্তি বিষয়ক উদ্ভাবন, কৃষিতে জৈবপ্রযুক্তি, অনুজীববিজ্ঞান ও ঔষধ প্রযুক্তি, জেনেটিক ম্যাপিং, ফরেনসিক, জীববিজ্ঞানে জৈব রসায়ন, মলিকুলার বায়োলজিতে অত্যাধুনিক বিকাশ, রোগনির্মূলে মলিকুলার বায়োলজি; ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ ও ফার্মেসী বিভাগের সাথে সম্পর্কিত খাদ্য নিরাপত্তা ও কৌশল, জিএম খাদ্য, পুষ্টিবিজ্ঞান উদ্ভাবন, ঔষধশিল্পের আধুনিক বিকাশ, অল্টারনেটিভ মেডিসিন বিষয়ে মোট চারটি টেকনিক্যাল সেশনে ১২০ টি প্রবন্ধ পাঠসহ ৮৩টি পোষ্টার উপস্থাপন করবেন। ‘লাইফ সায়েন্স ফর ইমার্জিং ফিউচার এ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল থিমকে সামনে রেখে সম্মেলনে ৩০০এর অধিক দেশী বিদেশী স্বনামধন্য প্রফেসর, একাডেমিশিয়ান, গবেষকগণ প্রবন্ধ পাঠের পাশাপাশি আলোচক, মূল প্রবন্ধ উপস্থাপন ও দাওয়াতপ্রাপ্ত অতিথি হিসেবে জীববিজ্ঞান অনুষদের ৬টি বিভাগের অধীনে অপরাধ, বায়োটেকনোলজি, ফার্মেসি, খাদ্য-প্রযুক্তি, বায়োকেমেষ্ট্রি এবং পরিবেশবিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখা সম্পর্কিত সমসাময়িক গবেষণামূলক ১৮৩ টির বেশী প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বক্তব্য রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App