×

জাতীয়

সাংগঠনিক পদে ফিরছেন জি এম কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ১১:১৮ এএম

সাংগঠনিক পদে ফিরছেন জি এম কাদের
দফায় দফায় মানববন্ধন, আল্টিমেটাম আর গণপদত্যাগের হুমকির মুখে অবশেষে ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে ফেরানোর আশ্বাস দিলেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বুধবার নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কে রংপুর সিটি মেয়র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে একান্ত বৈঠকে তিনি এ আশ্বাস দেন। সেই সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার দাবির বিষয়টিও বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট নির্ভরশীল সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২২ মার্চ রাতে সাংগঠনিক এক নির্দেশনায় জি এম কাদেরকে পার্টি পরিচালনায় ‘অযোগ্য’ হিসেবে উল্লেখ করে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এইচ এম এরশাদ। পরদিন ২৩ মার্চ তাকে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে সিনিয়র কো-চেয়ারম্যান স্ত্রী রওশন এরশাদকে সেখানে নিয়োগ দেন। এ ঘটনার পর থেকেই জি এম কাদেরকে স্বপদে ফিরিয়ে নেয়ার দাবিতে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা। এক পর্যায়ে রংপুর ও লালমনিরহাটের নেতাকর্মীরা আল্টিমেটাম ও গণপদত্যাগের হুমকি দেন। গত ১২ দিন ধরে জাপা দুর্গের নেতাকর্মীদের এমন আল্টিমেটাম ও গণপদত্যাগের হুমকির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার টেলিফোনে রংপুরের মেয়রকে ঢাকায় এসে কথা বলার আহ্বান জানান জাপা চেয়ারম্যান এরশাদ। গতকাল বুধবার প্রেসিডেন্ট পার্কে প্রথমে রংপুরের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে জিএম কাদেরকে আগের পদে ফেরানোর জোর দাবি তোলেন উত্তরের নেতারা। এরপর রংপুর সিটি মেয়রের সঙ্গে একান্ত বৈঠক করেন পার্টিপ্রধান। বৈঠকের বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ভোরের কাগজকে বলেন, জাতীয় পার্টিতে জি এম কাদেরের অবদান অনেক। তাকে ছাড়া পার্টি চলতেই পারে না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কো-চেয়ারম্যান পদে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পার্টিপ্রধান এইচ এম এরশাদ। দুয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। তা ছাড়া আমরা এটাও দাবি করেছি, জিএম কাদেরকে যেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। সে বিষয়েও বিবেচনায় রেখেছেন স্যার। তবে বিরোধীদলীয় উপনেতা পদে ফেরানো হবে কিনা তা একান্তই পার্টিপ্রধানের সিদ্ধান্ত বলে জানান রংপুর সিটি মেয়র। এদিকে জি এম কাদেরকে স্বপদে বহাল করার দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় পার্টি ঐক্য জোটের’ ব্যানারে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। মানববন্ধন আয়োজক জোটের সভাপতি শফিউল্লাহ শফি বলেন, সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি চর্চার মাধ্যমে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় নিতে হলে এরশাদের নেতৃত্বের অবর্তমানে জি এম কাদেরের কোনো বিকল্পই নেই। সে কারণে দ্রুত তাকে স্বপদে বহাল করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App