×

খেলা

সবার আগে নিউজিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৩:০০ পিএম

আগামী ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশতম আসরের। বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় এখনো আরো প্রায় তিন সপ্তাহ দূরে। অন্য দলগুলো এখন নিজেদের বিশ্বকাপ স্কোয়াড গোছাতে ব্যস্ত। কিন্তু বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ড ইতোমধ্যেই তাদের বিশ্বকাপ দল ঠিক করে ফেলেছে। গতকাল ক্রাইস্টচার্চে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন ইংল্যান্ড ও ওয়েলশ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন কেন উইলিয়ামসন। কিউইদের বিশ্বকাপ দলে চমক আছে কেবল একটি। এখনো দেশের হয়ে ওয়ানডে না খেলা ব্যাটসম্যান টম বান্ডেল জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে, যা অবাক করেছে সবাইকে। ১৫ সদস্যের মধ্যে ১৩ জনের নাম একপ্রকার চ‚ড়ান্তই ছিল। শুধু বিকল্প উইকেটকিপার ও দ্বিতীয় স্পিনারের জায়গা নিয়েই ছিল কৌত‚হল। দলের মূল উইকেটকিপার টম লাথাম। আর মূল স্পিনার মিচেল স্যান্টনার। ব্যাট হাতেও দুজন দুর্দান্ত। তাই লাথাম ও স্যান্টনারের বিশ্বকাপ দলে থাকাটা একপ্রকার নিশ্চিতই ছিল। টম বান্ডেলকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে বিকল্প উইকেটকিপার হিসেবে। অন্যদিকে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন ইশ সোধি। টিম শেফার্ডের ইনজুরিতেই মূলত কপাল খুলেছে ২৮ বছর বয়সী টম বান্ডেলের। এ ছাড়া অনিশ্চিয়তা থাকলেও শেষ পর্যন্ত জায়গা ধরে রেখেছেন কলিন মুনরো। অবশ্য সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে থাকা হেনরি নিকোলস ও মার্টিন গাপটিলের বিকল্প হিসেবেই মুনরোকে দলে রাখা হয়েছে। দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। ঘোষিত দলটি চলতি মাসের শেষ দিকে ক্রাইস্টচার্চে ২ দিনের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে। এরপর তিনটি আন-অফিসিয়াল ওয়ানডে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম, কলিন মুনরো, টম বান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App