×

বিনোদন

শহীদুল ইসলাম খোকনের চলে যাওয়ার তিন বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৬:৩৪ পিএম

শহীদুল ইসলাম খোকনের চলে যাওয়ার তিন বছর
বাংলাদেশের চলচ্চিত্রের গুণী পরিচালক শহীদুল ইসলাম খোকন ২০১৬ সালের ৪ এপ্রিল মৃত্যুবরণ করেন। আজ তার চলে যাওয়ার তিন বছর পূরণ হল। পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয় করেছেন। নব্বই-পরবর্তী বাংলা সিনেমার দর্শকদের জন্য অ্যাকশনধর্মী অনেক সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। বর্ণাঢ্য সিনেমা জীবনে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়েছেন খোকন। রুবেলের প্রথম ছবির ছবির পরিচালক তিনি। হুমায়ুন ফরীদিকে বাণিজ্যিক চলচ্চিত্রে নিয়ে আসেন খোকন। সিমলা, ড্যানি সিডাকসহ আরো অনেক শিল্পীর আবিষ্কারক ছিলেন তিনি। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য নির্মাতা শহীদুল ইসলাম খোকনের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘উত্থান পতন’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, ‘বজ্রমুষ্টি’, ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘বিশ্বপ্রেমিক’, ‘কমান্ডার’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভÐ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App