×

খেলা

ব্যাটে এনামুল বলে ফরহাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৩:১৬ পিএম

ব্যাটে এনামুল বলে ফরহাদ
দারুণ জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল)। বিশ্বকাপ শুরুর আগে টাইগাররা নিজেদের ঝালিয়ে নিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন। ডিপিডিসিএলে এখন পর্যন্ত ৪৫৮ রান করে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। অন্যদিকে বল হাতে ২৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা। চলতি মৌসুমে নিজের তৃতীয় সেঞ্চুরি করে বিজয় সেঞ্চুরির হ্যাটট্রিক করেন পাশাপাশি ১টি অর্ধশতকও রয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে করা এ সেঞ্চুরিটি চলতি লিগে বিজয়ের টানা তৃতীয় সেঞ্চুরি। এর আগে চলতি ডিপিডিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে ১৪ মার্চ সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির পর চতুর্থ রাউন্ডে ১৯ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিন অঙ্কের দেখা পান ২৬ বছর বয়সী বিজয়। রূপগঞ্জের বিপক্ষে বিজয় অপরাজিত থাকেন ঠিক ১০০ রান করে, শেখ জামালের বিপক্ষে তিনি থামেন ১০১ রান করে। নিজের হ্যাটট্রিক সেঞ্চুরির দিন বিজয়ের রান সংখ্যা ১০২। লিস্ট এ ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিটিকে বড় করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাইম দোলেশ্বরের ওপেনার সাইফ হাসান। বিজয়ের চেয়ে ৬ রান কমে তার ব্যক্তিগত সংগ্রহ ৪৫২ রান। সর্বোচ্চ ১৩২ রানের ইনিংসসহ সেঞ্চুরি ২টি, করেছেন খেলাঘর ও গাজী গ্রুপের বিপক্ষে (১০২)। পাশাপাশি রয়েছে ৮৫, ৮৩ ও ৬১ রানের ৩টি অর্ধশতক। তৃতীয় স্থানে রয়েছেন আবাহনীর হয়ে খেলা জহুরুল ইসলাম। তারও ২টি সেঞ্চুরিসহ এ যাবত সংগৃহীত রান ৪৩১। তার শতক দুটি গাজী গ্রুপ ও বিকেএসপির বিপক্ষে। এবারের আসরে বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন প্রাইম দোলেশ্বরের বাঁহাতি ফার্স্ট মিডিয়াম বোলার ফরহাদ রেজা। এ যাবত তার সংগ্রহ ২৪ উইকেট। সেরা বোলিং ফিগার ২০ মার্চ ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গাজী গ্রুপের বিপক্ষে ৪০ রান দিয়ে ৫ উইকেট। দ্বিতীয় স্থানে খেলাঘর সমাজকল্যাণ সমিতির রবিউল হকের শিকার ১৯ উইকেট। ১৫ মার্চ সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত গাজী গ্রুপের বিপক্ষে তার সেরা বোলিং ফিগারও ৪১ রানের বিনিময়ে ৫ উইকেট। আর ১৪ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সালাহউদ্দিন শাকিল। ১৪ মার্চ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে তার সেরা বোলিং ফিগার ২১ রান খরচায় ৩ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App