×

জাতীয়

বরিশালে পানি ভেবে এসিড পানে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:১৪ পিএম

বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশায় ব্যবহৃত এসিডের পানি পান করে শাহারিয়ার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শাহারিয়ার বাকেরগঞ্জ উপজেলার প্রবাসী সিদ্দিকুর রহমানের ছেলে। তবে শিশুটি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডের মানিক মিয়ার গ্যারেজ সংলগ্ন একটি বাসায় ভাড়া করতো।

আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে বাসার পাশের গ্যারেজে রাখা এসিডের (পানির বোতল) পানি পানে শিশুটির মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, বাসার পাশে অটোরিকশার গ্যারেজে ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি রাখা ছিলো। শিশুটি পানি মনে করে তা পান করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যার নম্বর-১২০। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App