×

খেলা

পেলে হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৩:৩৫ পিএম

পেলে হাসপাতালে
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আরএমসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার অবস্থা গুরুতর নয়। প্যারিসের একটি হোটেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী ৭৮ বছরের এই জীবন্ত কিংবদন্তিকে সতর্কতা স্বরূপ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি প্যারিসে বিজ্ঞাপনের বিশেষ এক প্রচারণায় আসেন। সেখানে ফ্রান্সের তরুণ বিশ্বকাপ জয়ী তারকা এমবাপ্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এমবাপ্পের প্রতিভা নিয়ে পেলে ওই অনুষ্ঠানে বলেন, কিলিয়ানের পিএসজি ছাড়ার প্রয়োজন নেই। সে এখন যেভাবে খেলছে, এভাবে চালিয়ে গেলে জানি একদিন বিশ্ব মাতাবে। আমি এক হাজার ২৫ গোল করেছিলাম। আমার বিশ্বাস, তার জন্য হাজার গোল করা কঠিন কিছু নয়। এমবাপ্পের বিষয়ে পেলে বলেন, তার খেলার ধরন অনেকটা আমার মতো, লাতিন অঞ্চলের ফুটবলারদের মতো। আমি তো মাঝে মধ্যে তাকে ব্রাজিলিয়ানও ভেবে ফেলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App