×

জাতীয়

পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ধ্বংস করেছিল : তাজুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ১২:৪৯ পিএম

পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ধ্বংস করেছিল : তাজুল ইসলাম
এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ১৯৭৪সালে পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করেছিল। আর ২১বছর পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে মধ্যম আয়ের দেশে এগিয়ে নিয়ে এসেছে। তিনি বলেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ৩এপ্রিল বুধবার শেরপুর পৌরসভার ১৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানের তৃতীয় দিনে শহীদ দারোগালী পৌরপার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরীয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. চন্দন কুমার পাল। এ সভায় খুলনা ওয়াশা’র ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল্লাহ, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ীর পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শিব সংকর কারুয়া শিবু ও করুণা দাস কারুয়া। পরে বিকেলে মন্ত্রী ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র ঘুরে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App