×

বিনোদন

জিডি করেছেন জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০২:১৪ পিএম

জিডি করেছেন জয়
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোতে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গত ২ এপ্রিল হত্যার হুমকি ও ফেসবুক আইডি হ্যাকড হওয়ার কারণে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে অভিযোগ দায়ের করে জিডি করেছেন তিনি। নিজের জীবননাশের হুমকি দেখা দিয়েছে উল্লেখ করে একটি ফেসবুক আইডি থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জীবন বাঁচাতে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানী অগ্নিকাণ্ডে পানির পাইপ চেপে ধরে হিরো বনে যায় শিশু নাঈম ইসলামকে নিয়ে তার নেয়া একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নাঈমের কাজে খুশি হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি তাকে ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেন। নাঈম পুরস্কারের সেই টাকাগুলো নেবে কিনা আর নিলেও সেই টাকা কিসে খরচ করবে এমন প্রশ্ন করেন উপস্থাপক জয়। জবাবে নাঈম জানায়, সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায়। নাঈম বলে, কিছু বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছেন, তাই এই টাকা তিনি এতিমদের দিতে চান। এই বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে একের পর এক হত্যার হুমকি আসতে থাকে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App