×

খেলা

উত্তরার বিপক্ষে খেলাঘরের সহজ জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ১০:২৬ পিএম

উত্তরার বিপক্ষে খেলাঘরের সহজ জয়

পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দল। আদতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলার কোনো সুযোগ নেই উত্তরা স্পোর্টিং ক্লাব আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। তবে মর্যাদার লড়াই বলে তো একটা কথা আছে।

ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে সেই লড়াইয়ে জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। উত্তরা স্পোর্টিংকে তারা হারিয়েছে ৩৯ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫৭ রানের মাঝারি এক পুঁজি দাঁড় করিয়েছিল খেলাঘর। দলের পক্ষে হাফসেঞ্চুরি করেন ওপেনার শাহরিয়ার কমল (৫৬) আর মাহিদুল ইসলাম অঙ্কন।

৮০ বল মোকাবেলায় ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় অঙ্কন তো শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন। এছাড়া ৪১ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে।

উত্তরার পক্ষে ২টি করে উইকেট নেন শেখ হুমায়ুন ও মুহাইমেনুল খান।

জবাবে খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ৫০ ওভার ব্যাট করেও ৮ উইকেটে ২১৮ রানে থামতে হয় উত্তরাকে। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও বলতে গেলে একাই লড়াই করেছেন মুহাইমেনুল খান।

তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। ১২৭ বলে ৬ বাউন্ডারিতে ৯৩ রানে রবিউল হকের শিকার হন এই ব্যাটসম্যান। বাকিদের কেউ হাফসেঞ্চুরিও পাননি।

খেলাঘরের রবিউল হক, রবিউল ইসলাম রবি আর তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App