×

জাতীয়

রামগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৩১ পিএম

রামগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামে মঙ্গলবার বিকেলে দুস্কৃতিকারীরা সংখ্যালঘু হিন্দু পরিবারে উপন হামলা চালিয়ে গৃহকর্তা পল্লী চিকিসৎক ডাঃ বেনু লাল দেবনাথকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে বাধা দিলে দুস্কৃতিকারীরা বেনুর ভাগীনা খোকন দেবনাথকে মারধর এবং কলেজ পড়ুয়া মেয়ে পুর্নীমা রানী দেবনাথকে পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই সময় এলাকার কয়েকজন দুস্কৃতিকারীরা বেনু ডাক্তার ও তার মেয়েসহ ৩জনকে পিটিয়ে আহত করে তার দুই ভাইয়ের সকল সম্পত্তিতে ব্যারিকেড দিয়ে দখল করে নেয়। এব্যাপারে বেনু লাল দেবনাথ মঙ্গলবার রাতে রামগঞ্জ থানায় এজাহার করলে দুস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ির আশপাশ দিয়ে হুন্ডা মহড়া দিয়ে আতংক সৃষ্টি করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। স্থানীয় সুত্র জানায়,উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ উল্যাহ মেম্বারে ছেলে হারুনুর রশিদ বাবুল এবং পার্শ্ববর্তি চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের আঃ মতিনের ছেলে আজাদ হোসেনের নেতৃত্বে ৭/৮ জনের অস্ত্রধারী দুস্কৃতিকারীরা মঙ্গলবার বিকেলে হিন্দু পরিবারের লোকজনের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় পরিবারে কাউকে না পেয়ে দুস্কৃতিকারীরা পল্লী চিকিৎসক ডাঃ বেনু লালকে বেধম মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বেনুর ভাগীনা খোকন ও কলেজ পড়ুয়া মেয়ে পুর্নীমা রানী দেবনাথকে বাধা দিলে দুস্কৃতিকারীরা বসতঘরে থাকা মোবাইল,টাকা,র্স্বনাংলকার,মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে ৩ পরিবারের সকল সম্পত্তিতে ব্যারিকেড সৃষ্টি করে। আহত বেনু লাল দেবনাথ বলেন,হামলার নেতৃত্ব প্রদান কারী জাহাঙ্গীর-আজাদ ও বাবুলের সাথে আমার ব্যবসায়ী দুই ভাই কানু লাল দেবনাথ ও নকুল চন্দ্র দেবনাথ এর পুর্ব শত্রু তা রয়েছে। সমেষপুর গ্রামের মোহাম্মদ উল্যাহ মেম্বারে ছেলে হারুনুর রশিদ বাবুলের সহযোগিতায় তারা হামলা,লুটপাট ও সম্পত্তি দখলে অংশ নেয়। অভিযুক্ত হারুনুর রশিদ বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাঃ বেনু লাল দেবনাথের দুই ভাই এলাকার বহু লোকের কাছে থেকে স্ট্যাম্প দিয়ে সম্পত্তি বিক্রি করলেও রেজিস্ট্রে করছে না। তাই আমরা সম্পত্তি দখল করেছি,মারধর-লুটপাট অন্যরা করেছে। রামগঞ্জ থানা দায়ের করা এজাহারের তদন্তকারী কর্মকর্তা এস.আই আঃ সাত্তার বলেন, পল্লী চিকিৎসক বেনু লাল দেবনাথের দায়ের করা এজাহার তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App