×

আন্তর্জাতিক

মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বললেন ‘স্পিডব্রেকার দিদি মমতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১০:০০ পিএম

মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বললেন ‘স্পিডব্রেকার দিদি মমতা’

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে জমে উঠেছে কথার যুদ্ধ। আজ বুধবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্পিডব্রেকার দিদি’ বলেছিলেন ভারতীয় নরেন্দ্র মোদী। আর তার জবাবে একইদিন দিনহাটায় মমতা বললেন, ‘ওনাকে আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপেয়ারি বাবু বলব।’ টাইমস অব ইন্ডিয়া।

নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনেই যুদ্ধংদেহি মেজাজে মমতা বললেন, ‘লজ্জা হয়, ঘৃণা হয় এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়ার জন্য। বাংলাকে চেনেন না আপনি। মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে।’

পাকিস্তানে হামলা হলে মমতা কাঁদেন, এমন আক্রমণ করে গিয়েছিলেন মোদী। তার জবাব দিতে গিয়ে মমতা বলেন, ‘দেশপ্রেমের সার্টিফিকেট আপনার থেকে নেব না।’ সুনির্দিষ্ট তথ্য থাকা সত্বেও কেন প্রধানমন্ত্রী মোদী কোনও ব্যবস্থা না নিয়ে পুলওয়ামায় এতগুলো সেনাকে মৃ্ত্যুমুখে ফেলে দিলেন, তারও জবাব চান মমতা।

দিনহাটায় মোদীকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা। তাতে সরাসরি বিতর্কে আসার আহ্বান যেমন ছিল, তেমনি উত্তরবঙ্গের চা বাগান, ছিটমহল, স্বাস্থ্য-শিক্ষা সেবা সব কিছু নিয়েই মোদীর দিকে তির ছুড়েছেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মোদী নই, আমি মিথ্যা কথা বলিনা। কোটি কোটি টাকা লুঠ করে এখন ব্রিগেডে প্যান্ডেল করে সভা করছে। ব্রিগেডের ৮০ ভাগ বাদ দিয়ে ২০ ভাগ মিটিং। তাতে আবার প্যান্ডেল। মে মাসের পরে ওই প্যান্ডেলেই ঢুকে পড়তে হবে।’ বলেন, 'আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা!'

মোদী গায়ের জোর দেখিয়ে মিথ্যা কথা বলছেন দাবি করে মমতা বলেন, ‘৫৬ ইঞ্চি ছাতি নিয়ে শুধু অপপ্রচার করছেন। নিজেদের কী ভাবেন! মানুষই এর জবাব দেবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App