×

আন্তর্জাতিক

ব্রুনেইয়ে সমকামিতায় মৃত্যুদণ্ড, চুরির অপরাধে হাত কাটার বিধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:২৯ পিএম

ব্রুনেইয়ে সমকামিতায় মৃত্যুদণ্ড, চুরির অপরাধে হাত কাটার বিধান
সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড ও চুরির শাস্তি হিসেবে হাত কাটার বিধান রেখে নতুন আইন প্রণয়ন করেছে ব্রুনেই দারুসসালাম। দেশটির সুলতান ও প্রধানমন্ত্রী হাসানাল বলখিয়া এ ঘোষণা দেন। গত শনিবার বিবৃতির মাধ্যমে সরকারের পক্ষ থেকে এ আইন কার্যকরের কথা জানানো হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যা গরিষ্ট ছোট্ট দ্বীপ রাষ্ট্র ব্রুনেইয়ের জনসংখ্যা চার লাখ ২০ হাজার। তবে সুলতানের এ ঘোষণায় ব্রুনেইসহ বিশ্বের বিভিন্ন সমকামি এবং মানবাধিকার সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনেই সুলতানের মালিকানাধীন বিলাসবহুল হোটেলগুলো বর্জনের ডাক দেওয়া হয়েছে। ইতোমধ্যেই বিখ্যাত হলিউড তারকা জর্জ ক্লুনিসহ বেশ কয়েকজন সুলতান বলখিয়ার মালিকানায় থাকা বেভারলি হিলসের মতো হোটেল বর্জনের কথা বলেছেন। ব্রুনেই সরকার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করছে। ২০১৪ সালে প্রথম ধাপে দেশটিতে ইসলামিক আইন চালু করা হয়। চলতি বছর থেকে কার্যকর হলো সমকামিতা এবং চুরির অপরাধে কঠোর শাস্তির বিধান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App