×

তথ্যপ্রযুক্তি

জিপির কাছে সাড়ে বার হাজার কোটি টাকা পাওনা বিটিআরসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ পিএম

জিপির কাছে সাড়ে বার হাজার কোটি টাকা পাওনা বিটিআরসি
গ্রাহক ও আয়ের বিচারে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের কাছে বিটিআরসি ও এনবিআর মিলে এত বিপুল অর্থ পাওনা দাবি করেছে। নিজস্ব নিরীক্ষার পর মোবাইল অপারেটরটির কাছে সরকারের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা।অপারেটরটিকে বকেয়া পরিশোধে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক। দুই সপ্তাহের কমিশনের অংশের পাওনা অর্থ পরিশোধ করতে সময় দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। ১৯৯৭ সালে অপারেটরটি চালুর পর থেকে বিভিন্ন খাতে এত বিপুল বকেয়া জমেছে। অবশ্য বড় অংকের এ দেনা-পাওনা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও অপারেটরটির মধে দীর্ঘদিন থেকে দেন দরবার ও আইনি লড়াই চলছে।এর মধ্যে আট হাজার ৪৯৪ কোটি এক লাখ টাকা দাবি করে মঙ্গলবার গ্রাহক সেরা অপারেটরটিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে গ্রামীণফোনের কাছে আরও চার হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা দাবি করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে কমিশন।আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও জানা গেছে, গ্রামীণফোন এ অডিট প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App