×

খেলা

ফেদেরারের হাতেই শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০৩:৩২ পিএম

ফেদেরারের হাতেই শিরোপা
ফাইনালে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস টেনিস তারকা রজার ফেদেরারের মুখোমুখি আমেরিকান টেনিসার জন ইসনার। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ইসনার গ্র্যান্ড স্ল্যাম জয় তো দূরের কথা, কখনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালেও উঠতে পারেননি। গ্র্যান্ডস্ল্যামে ইসনারের সর্বোচ্চ সফলতা ২০১৮ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ। তাই ৩৩ বছর বয়সী ইসনারকে সহজেই হারিয়ে মিয়ামি ওপেনের শিরোপা জিতবেন ফেদেরার সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে ফেদেরার কঠিন প্রতিপক্ষ হলেও ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জন ইসনার। আর তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছিল ২০১৮ সালের মিয়ামি ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি। কিন্তু এবারের ফাইনালে ফেদেরারের বিপক্ষে পাত্তাই পাননি তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জন ইসনারকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে মিয়ামি ওপেনের চলতি আসরের শিরোপা জিতেছেন সুইস টেনিসার রজার ফেদেরার। এ নিয়ে চতুর্থবারের মতো মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন তিনি। এর আগে ২০০৫, ২০০৬ ও ২০১৭ সালে টুর্নামেন্টটির শিরোপা জিতেছেন তিনি। এ ছাড়া ইসনারকে হারানোর মধ্য দিয়ে ক্যারিয়ারে ১০১টি এটিপি শিরোপা জেতার কীর্তি গড়লেন বর্তমানে ৩৭ বছর বয়সী এ টেনিসার। কয়েক সপ্তাহ আগে দুবাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। মিয়ামি ওপেনের ফাইনালের প্রথম সেটটি জিততে ফেদেরার সময় নেন মাত্র ২৪ মিনিট। এই সেটটি সুইস টেনিসার জেতেন ৬-১ গেমে। দ্বিতীয় সেটটিও ইসনার ৬-৪ গেমে হারলে শিরোপা জয় নিশ্চিত হয় ফেদেরারের। রজার ফেদেরার প্রথমবার মিয়ামি ওপেনে খেলেছিলেন ১৯৯৯ সালে। সেই স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে ম্যাচ শেষে তিনি বলেন, আমি এখানে প্রথমবার খেলেছিলাম ১৯৯৯ সালে। আর এখন ২০১৯। ২০ বছর পর একই জায়গায় দাঁড়িয়ে শিরোপা জেতার আনন্দটা সত্যিই অন্যরকম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App