×

খেলা

নিরাপত্তা চায় বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৩৮ পিএম

নিরাপত্তা চায় বাংলাদেশ
ক্রাইস্টচার্চের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ওই হামলায় অল্পের জন্য প্রাণ বাঁচে টাইগার ক্রিকেটারদের। যে মসজিদে হামলা হয়েছিল সেখানেই জুমার নামাজ আদায়ের কথা ছিল তামিম-মুশফিকদের। কিন্তু সংবাদ সম্মেলন শেষ করে মসজিদের উদ্দেশে রওনা দিতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। আর এই বিলম্বের কারণেই গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় বেঁচে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। ঘটনার সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিল না কোনো নিরাপত্তাকর্মী। প্রাণের ঝুঁকি নিয়েই সেদিন হোটেলে ফিরতে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদদের। এ ঘটনা বিসিবির জন্য বড় ধরনের শিক্ষা। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন বিদেশ সফরকালে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশ সতর্ক। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর বক্তব্যেই সেটা বোঝা গেছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে টাইগার ক্রিকেটারদের নিরপত্তার জন্য ইতোমধ্যে আইসিসির কাছে দাবি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। অন্য দলগুলো বাংলাদেশে খেলতে এলে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত কড়া নিরাপত্তা দেয়া হয়। সব সময় নিয়োজিত থাকে নিরাপত্তা টিম। পরিস্থিতি বিবেচনায় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায়ও বাড়তি নিরাপত্তা দেয়া হয় সফরকারী দলের খেলোয়াড়দের। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশে এই দৃশ্য অকল্পনীয়। সেখানে নিরাপত্তা বলতে কেবল টিম হোটেলের সামনে নিরাপত্তাকর্মীদের মৃদু জিজ্ঞাসাবাদ। তবে এখন থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশে দল পাঠানোর ক্ষেত্রে নামমাত্র নিরাপত্তায় সন্তুষ্ট থাকবে না বিসিবি। টাইগারদের জন্য চাওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৩০ মে থেকে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ। বিশ^কাপ খেলতে ইংল্যান্ড পৌঁছার আগে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে মাশরাফি বিন মুর্তজার দল। আসন্ন আয়ারল্যান্ড সফর এবং বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই বিশেষ নিরাপত্তা চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর যে কোনো সফরের জন্যই, বিশেষ করে দ্বিপক্ষীয় সফর যেগুলো সংশ্লিষ্ট দুটি দেশের ব্যবস্থাপনায় হয়, সেগুলো নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে কথাবার্তা হচ্ছে। আমাদের পরবর্তী সফর আয়ারল্যান্ডে, এরপর বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে আমরা ইংল্যান্ডে ৫/৬ দিনের একটি ক্যাম্প করব। এই দুই সফরের নিরাপত্তা নিয়ে আমরা এর মধ্যেই আয়ারল্যান্ড বোর্ড ও আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলেছি, ক্রাইস্টচার্চ ঘটনার পর বর্তমান প্রেক্ষাপটে আমরা সুনির্দিষ্ট নিরপত্তা পরিকল্পনা জানতে চাই। আমরা সেটি খতিয়ে দেখব। অতীতে বিদেশ সফরের আগে স্বাগতিক দল যা বলত আমরা তাতেই নির্ভর করতাম। এবার নিরাপত্তা পরিকল্পনা জানতে চেয়েছি, যেটা আগে চাইতাম না। এ সময় বিশ্বকাপে টাইগারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি বলেন, আগেই বলেছি বিশ্বকাপের আগে আমরা ইংল্যান্ডে ৫/৬ দিনের একটি ক্যাম্প করব। আমরা আইসিসির কাছে এই ৫/৬ দিনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিতে বলেছি। তারা সমন্বয় করে দেবে। আর আমরা প্রয়োজনীয় খরচ বহন করব। এ ছাড়া বিশ্বকাপ চলাকালে দলের সঙ্গে সার্বক্ষণিক নিরাপত্তা চাওয়া হয়েছে। আমরা চাই, অন্তত একজন নিরাপত্তা কর্মকর্তা যেন সব সময় দলের সঙ্গে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App