×

তথ্যপ্রযুক্তি

গাড়ির হেডলাইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০৫:০৩ পিএম

গাড়ির হেডলাইট
ঠিক কবে গাড়ি কিনেছেন, সে হিসাব করে মিলিয়ে দেখুন হেডলাইটও বেশ পুরনো ও ঘোলাটে হয়ে গেছে। তাই সময় করে যদি হেডলাইট নিজেই পরিষ্কার করতে পারা যায়, তাহলে তা স্বচ্ছ রাখা সম্ভব হবে। প্রথমে হেডলাইটগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখুন, যদি দেখা যায় হেডলাইট আগের মতো কাজ করছে না, তাহলে দ্রæত মেরামতের ব্যবস্থা করুন। আগেই হেডলাইট পরিষ্কারের কথা বলা হয়েছে। কেবল পানি দিয়েই হেডলাইট পরিষ্কার করা যেতে পারে। সেক্ষেত্রে স্প্রে বোতলে পানি ভরে শিরিশ কাগজ ভিজিয়ে নিয়ে পরিষ্কার করতে পারেন। এভাবে পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকুন। গাড়ির হেডলাইট পরিষ্কারের জন্য শিরিষ কাগজের বহুল ব্যবহার আছে। তবে সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা প্রয়োজন। এমনভাবে ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন গাড়ির পেইন্ট নষ্ট হয়ে না যায়। প্রয়োজনবোধে লিকুইড সাবান দিয়ে হেডলাইটগুলো পরিষ্কার করতে পারেন। রাস্তার ধুলাবালি বা অন্য আঠালো উপকরণ লেগে লাইটগুলো নোংরা বা অস্বচ্ছ হয়ে যায়। ফলে গাড়ি চালানোর সময় পথ দেখতে অসুবিধা হয়। যদি কোনো লিকুইড ক্লিনার ব্যবহার করে থাকেন, তাহলে একটু ভালো মানের ক্লিনার ব্যবহার করুন। নয়তো রাসায়নিক বিক্রিয়ার কারণে হেডলাইটে হলদে ভাব দেখা দিতে পারে। হেডলাইটের উজ্জ্বলতা বা ঝকঝক ভাবের জন্য ভালো মানের পলিশ ব্যবহার করা যেতে পারে। একটি নরম পরিষ্কার তোয়ালের ওপর অল্প পরিমাণে পলিশিং লিকুইড নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে থাকুন। এভাবে যতœ নিলে অনেক দিন হেডলাইট ভালো থাকবে। জেনে রাখা ভালো, বেশির ভাগ হেডলাইট প্লাস্টিকের। তাই যেকোনো সময়ে সমস্যা দেখা দিতে পারে। হার্ড কোটের ক্ষয় শুরু হলে, কর্নারগুলোয় এবং উপরের দিকে দাগ পড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই তা মেরামতে দিতে হবে। খুব সহজ ভাষায় যদি বলতে হয়, তাহলে একটি গাড়ির যতেœর বেলায় নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন। হেডলাইট পরিপূর্ণভাবে পরিষ্কার করার জন্য পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। কেউ যদি সঠিক নিয়ম ও উপায় অনুসরণ করে হেডলাইটের যতœ নিয়ে থাকেন, তবে এটার কার্যক্ষমতাও অনেক দিন টিকে থাকবে। একটি কথা মাথায় রাখা জরুরি, গাড়ির কোনো অংশ মেরামতের জন্য খুব বেশি সময় নেয়া ঠিক নয়। কারণ সামান্য অবহেলা হতে পারে বড় কোনো সমস্যা বা দুর্ঘটনার কারণ। আর গাড়ির হেডলাইটের সঠিক যতœ নেয়া না হলে চলার পথে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন উপরোক্ত নিয়মাবলি মেনে চলা এবং অভিজ্ঞের পরামর্শ নেয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App