×

খেলা

মিরাজের অভিলাষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০৩:৩২ পিএম

মিরাজের অভিলাষ
মেহেদী হাসান মিরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে। পরের বছর জাতীয় দলের জার্সিতে খেলেন প্রথম ওয়ানডে। ইতোমধ্যে খেলে ফেলেছেন ২৫টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে বল হাতে ২৬টি উইকেট পেলেও ব্যাটিংয়ে এখনো পর্যন্ত নিজের সামর্থ্যরে প্রমাণ দিতে পারেননি তিনি। অথচ তাকেই ভাবা হয় বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সাকিব আল হাসান। বিষয়টা হয়তো মিরাজ নিজেও বুঝতে পারেন। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও যে একেবারে খারাপ করেন না সেটাই এবার প্রমাণ করতে চান ২১ বছর বয়সী এই ক্রিকেটার। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের অভিলাষ ব্যক্ত করেছেন মিরাজ। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আইসিসির যে কোনো বড় টুর্নামেন্টেই ব্যাটিংসহায়ক উইকেট বানানো হয়। উদ্দেশ্য একটাই- দর্শকদের চার-ছক্কার মিশেলে রানবন্যা উপহার দেয়া। যেখানে বোলারদের তেমন কিছুই করার থাকে না। আর ম্যাচের ভেন্যু যদি উপমহাদেশের বাইরে হয় তবে স্পিনাররা হয়ে পড়েন অবহেলিত। ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলশে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ^কাপের দ্বাদশ আসর। স্বাভাবিকভাবেই ইংলিশ কন্ডিশনে স্পিনাররা কোনো সুবিধা পাবেন না। ইংল্যান্ডের মাটিতে বেশিরভাগ সময়ই বাউন্সি উইকেটে খেলা হয়। বিষয়টি স্বীকার করেছেন মেহেদী হাসান মিরাজও। তাই বিশ^কাপে পেসারদের কাজে সহায়তা করাই হবে স্পিনারদের কাজ। বাংলাদেশ দলের এই স্পিন বোলিং অলরাউন্ডারের মতে, আমার কাছে মনে হয় রান চেক দেয়াটা খুব জরুরি হবে। কারণ ইংল্যান্ডের মতো কন্ডিশনে স্পিনাররা উইকেট থেকে কোনো সাহায্য পাবেন না। তাই রান কম দেয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে স্পিনারদের। আর স্পিনাররা রান চেক দিতে পারলে পেসাররা তার সুবিধা পাবেন। ২১ বছর বয়সী এ ক্রিকেটার আরো জানান, ওভার প্রতি পাঁচ বা সাড়ে পাঁচ রান দিলেও সেটা অনেক ভালো বোলিং ফিগার হবে। সঙ্গে ২/১টা উইকেট নিতে পারলে হবে বাড়তি পাওয়া। এ সময় আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নিজের প্রস্তুতি নিয়েও কথা বলেন মিরাজ। সামনে আমাদের আয়ারল্যান্ড সফর। এরপর বিশ্বকাপে খেলতে যাব। আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগ চলাকালীন যে এক মাস সময় পাব সেটাকে কাজে লাগাতে হবে, গুছিয়ে নিতে হবে পুরোপুরি। কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। প্রিমিয়ার লিগের মধ্যেই বিশ^কাপের প্রস্তুতি সেরে নিতে হবে। আমি সেটাই করছি। দলে মিরাজের অবস্থান মূলত একজন অফস্পিনার হিসেবে। তবে শেষদিকে তার কাছ থেকে কিছু রানও প্রত্যাশা থাকে দলের। এ প্রসঙ্গে মিরাজের মন্তব্য, আমার কাছে দল ২০ থেকে ৪০ রানের ইনিংস আশা করে। আমি যদি ব্যাট হাতে এমন ইনিংস খেলতে পারি তবে দলের জন্য অনেক সাহায্য হবে। আমি এখন এটা নিয়েই কাজ করছি। বিপদের সময় ২০-৩০ রান অনেক গুরুত্বপূর্ণ। মিরাজ বলেন, যে পজিশনে আমি ব্যাট করতে নামি তাতে বড় ইনিংস খেলার সুযোগ পাব না। তা ছাড়া তখন ভালো বোলাররা বোলিং করেন, ফিল্ডিং সেট আপেও ভিন্নতা থাকে। এমন পরিস্থিতিতে কীভাবে ব্যাট হাতে ভালো কিছু করা যায় আমি এখন সেটাই ভাবছি এবং তা নিয়েই কাজ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App