×

খেলা

প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০৩:২২ পিএম

প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্টি
মিয়ামি ওপেনের এবারের আসরের নারী এককের শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ান টেনিসার অ্যাশলে বার্টি। শিরোপা নির্ধারণী ম্যাচে গত শনিবার রাতে চেক প্রজাতন্ত্রের টেনিস কন্যা ক্যারোলিনা প্লিসকোভাকে ৭-৬ (৭-১), ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের সিঙ্গেলস বিভাগের শিরোপা জয়ের স্বাদ পেলেন বার্টি। র‌্যাঙ্কিং, বয়স এবং অভিজ্ঞতা সবকিছু বিবেচনায় ফাইনালে নিশ্চিত ফেভারিট ছিলেন প্লিসকোভা। এরপরও টেনিস কোর্টে প্লিসকোভা ও বার্টির মধ্যে কঠিন লড়াই হবে এমনটিই প্রত্যাশা ছিল টেনিসপ্রেমীদের। শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম সেটে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এই সেটটি শুরুতে ৭-৬ গেমে শেষ হয়। পরবর্তী সময় টাইব্রেকে ৭-১ গেমে ম্যাচটি জিতে নেন বার্টি। দ্বিতীয় সেটে অবশ্য কোনো লড়াই করতে পারেননি ২০১৬ সালের ইউএস ওপেনের ফাইনালে খেলা প্লিসকোভা। সেটটি চেক প্রজাতন্ত্রের টেনিসার ৬-৩ গেমে হারলে শিরোপা জয় নিশ্চিত হয় বর্তমানে ২২ বছর বয়সী অস্ট্রেলিয়ান টেনিসার অ্যাশলে বার্টির। এই জয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এলেন তিনি। বার্টির অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। ২০১৩ সালে সামান্তা স্টোসুরের পর কোনো অস্ট্রেলিয়ান এমন কীর্তি দেখালেন। ক্যারোলিনা প্লিসকোভার মতো অভিজ্ঞ ও শক্তিশালী খেলোয়াড়কে হারিয়ে শিরোপা জয়ের পর অ্যাশলে বার্টি বলেন, শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই আমি এবারের মিয়ামি ওপেনে অংশ নিতে এসেছিলাম। তবে জানতাম কাজটা সহজ হবে না। কিন্তু আমি সেটা করে দেখিয়েছি। আমি শারীরিক ফিটনেসের দিকে নজর দেয়ার চেষ্টা করেছি। চেয়েছিলাম বল যতটুকু সম্ভব আয়ত্তে রাখার। আশা করি, এই সফলতা ভবিষ্যতেও ধরে রাখতে পারব। অন্যদিকে প্লিসকোভা বলেন, আমি অনেক ক্লান্ত ছিলাম। এটাই আমার হারের অন্যতম কারণ। হ্যাঁ, এটা ঠিক যে অ্যাশলে বার্টি দারুণ খেলেছে। জয়টা তার প্রাপ্য ছিল। আমি তাকে অভিনন্দন জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App