×

আন্তর্জাতিক

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে ২৫ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১০:৪৮ এএম

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে ২৫ জনের মৃত্যু
নেপালের দক্ষিণাঞ্চলে তীব্র ঝড়ে ২৫ জন মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় চারশ' মানুষ। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র ঝড়ে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই বলেন, রবিবার রাতে বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচণ্ড শক্তিশালী ঝড় বয়ে যায়। তিনি বলেন, ঝড়ের আঘাতে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চারশ' মানুষ আহত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাও ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঝড়ে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪শ’ মানুষের আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া উদ্ধার অভিযানের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App