×

জাতীয়

শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১২:৫১ পিএম

শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
বাংলাদেশে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান কখনো সম্ভব না। আমাদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। তবে কৃষিভিত্তিক শিল্প আমাদের দরকার এ জন্য যে, কৃষি থেকে আমাদের খাদ্য চাহিদা মিটায়। আর খাদ্যের চাহিদা বিশ্বে থাকবেই। খাদ্য চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাদ্য চাহিদার বাজারও সম্প্রসারিত হচ্ছে। সেই ক্ষেত্রে একদিকে যেমন শিল্পায়ন প্রয়োজন, অপরদিকে আমাদের কৃষিপণ্য ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা শিল্প, এটার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর এই শিল্পকারখানাগুলো জাতীয়করণ করা হয়। একজন মা যেমন তার রুগ্ন সন্তানকে পরিচর্যা করে সুস্থ করে তোলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই সময় পরিত্যক্ত শিল্পকারখানাগুলো জাতীয়করণ করে সেখানে যেমন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, শিল্পায়নটা যেন অব্যাহত থাকে তারও ব্যবস্থা তিনি নিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App