×

আন্তর্জাতিক

তুরস্কের স্থানীয় নির্বাচনে ভোট দিলেন প্রেসিডেন্ট এরদোগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৮:৫৬ পিএম

তুরস্কের স্থানীয় নির্বাচনে ভোট দিলেন প্রেসিডেন্ট এরদোগান

ছবি: আনাদলু

তুরস্কের স্থানীয় সরকার নির্বাচন ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। আজ রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে স্ত্রী এমিনি এরদোগানসহ ইস্তাম্বুলের ওসকাডার এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন তুর্কি প্রেসিডেন্ট।

এসময় ইস্তাম্বুলের মেয়র আলি ইয়ার্লি কায়া, ওস্কোডারের মেয়র হিলমি তুর্কিমানও একে পার্টির ইস্তাম্বুলের প্রধান শিন আওজাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রের সামনে জড়ো হওয়া হাজারো সমর্থককে প্রেসিডেন্ট এরদোগান হাত নেড়ে অভিবাদন জানান। ভোট প্রদান শেষে সাংবাদিকদের এরদোগান জানান, ইস্তাম্বুলে নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষন শেষে আঙ্কারায় যাবেন তিনি।

এর আগে এক টুইটবার্তায় জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, আজ নির্বাচনের দিন, ভোটের দিন ও রাতের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও নির্বাচন কমিশনের দিকেও আপনারা ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নজর রাখুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App