×

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নারীসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১১:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় এক রোহিঙ্গা নারীসহ তিনজন নিহত হয়েছেন, যারা ইয়াবা কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মৌলভীবাজার এলাকায় পুলিশের সঙ্গে এবং একই উপজেলার দমদমিয়া নাফ নদীর ওমরখাল এলাকায় বিজিবির সঙ্গে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ছয়টি এলজি বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার এলাকায় নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়ার মিয়া হোসেনের ছেলে মাহমুদুর রহমান এবং হোয়াইক্ষ্যং নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে আফছার। তাদের বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েকটি মামলা আছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। দমদমিয়া ওমরখালের নাফ নদী এলাকায় নিহত নারীর নাম রুমানা আকতার। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ৬ ব্লকের বদরুল ইসলামের স্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App